Site icon Amra Moulvibazari

১৬ হাজার কৃষকের মাঝে নতুন বীজ সরবরাহ

১৬ হাজার কৃষকের মাঝে নতুন বীজ সরবরাহ


চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে বিদেশ থেকে এনে বীজ সরবরাহ করা হয়েছে।

সোমবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৬ হাজার কৃষক। তাদের মধ্যে ফরিদপুরে ৫ হাজার ২০০ জন, মাদারীপুরে ৫২৭ জন, রাজবাড়ীতে ৩ হাজার ৭২৫ জন, গোপালগঞ্জে ৪২০ জন এবং পাবনায় ৬ হাজার জন কৃষক রয়েছেন।

এরমধ্যে ক্ষতিগ্রস্ত চার জেলায় (ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ) মোট ৯ হাজার ৮৭২ জন কৃষককে বিদেশ থেকে বীজ সংগ্রহ করে নষ্ট বীজের পরিবর্তে নতুন করে বীজ সরবরাহ করা হয়েছে।

এছাড়াও অপর ক্ষতিগ্রস্ত জেলা পাবনায় ৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে স্থানীয়ভাবে নষ্ট বীজের পরিবর্তে নতুন বীজ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে।

এনএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version