পাবনায় অবৈধভাবে নদীর মাটি কাটায় চারজনের কারাদণ্ড

0
3


নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকা থেকে তাদের আটক ও সাজা দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের চেলে মাসুদ রানা (৪০), চর ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত শাহজালাল প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (৪৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ (২৫)।

পাবনার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তাদের সাজা দেন।

আরও পড়ুন:

তিনি জানান, এনএসআই পাবনার গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের জেল দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়। পরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

আলমগীর হোসাইন নাবিল/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।