জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

0
1


মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবসে জাতির প্রতি বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।