২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে

0
2


২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। আর ২০৩০ সালের বিশ্বকাপ হবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার মোট ৬টি দেশে। গতকাল বুধবার সাধারণ কংগ্রেসে এটি নিশ্চিত করেছে ফিফা। ভার্চ্যুয়ালি কংগ্রেসে যুক্ত হয়ে এ ঘোষণা দেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজন স্বত্ত্ব অর্জন করেছে সৌদি আরব। অর্থাৎ আয়োজক দেশ নির্বাচনের জটিলতর প্রক্রিয়ার নিষ্পত্তি হয়েছে একক বিডেই।

অন্যদিকে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজন করতে যাওয়া ৬টি দেশ হলো- স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

২০৩০ সালের আয়োজন হওয়ার জন্য আগেভাগেই প্রস্তাব দিয়ে রেখেছিল স্পেন, পর্তুগাল, মরক্কো। শুরুতে আগ্রহ দেখালেও একপর্যায়ে আয়োজকস্বত্ব অর্জনের প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেয় লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

শেষ মুহূর্তে ফিফার উদ্যোগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে যুক্ত করা হয়। ফিফার পক্ষ থেকে বলা হয়, যেহেতু ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের প্রথম সংস্করণে আয়োজক ছিল উরুগুয়ে, তাই ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষপূর্তিতে উরুগুয়েকে রাখতে চায় তারা।উরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে যুক্ত করে নেয় ফিফা।

লাতিন আমেরিকার তিন দেশের প্রত্যেকটিতে মাত্র একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তাও আবার শুরুর দিকের ম্যাচ। উদ্বোধনী ম্যাচটি হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। ১৯৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতে হবে ম্যাচটি।

শুরুর দিকের তিন ম্যাচ বাদ দিয়ে বাকি সবগুলো ম্যাচ হবে ইউরোপের দুই দেশ স্পেন-পর্তুগাল ও আফ্রিকার দেশ মরক্কোতে।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।