চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
1


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মো. জসিম উদ্দিন (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিএমপির চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেফতার জসিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজিদের পাড়ার মৃত নিয়াজুর রহমানের ছেলে। তিনি খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের এক মামলার এজাহারভুক্ত আসামি হলেন জসিম উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিকে তাকে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।