মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী বিভ্রাটে পড়েছেন।
ফেসবুকে প্রবেশ ও কিছু শেয়ার করতে গেলে একটি বার্তা দেখানো হচ্ছে, তা হলো- ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে।
ডাউন ডিটেক্টর জানায়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া সাড়ে ৭ হাজারের বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।
একইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী। এছাড়া ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যায় পড়ে রিপোর্ট করেছেন ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।
ডাউন ডিটেক্টর ডটকম বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে তীব্র স্পাইক দেখাচ্ছে। ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।
তবে এ নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ এবং এপ্রিল মাসে ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীরা জানান, সেসময় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বার বার লগ আউট হয়ে যাচ্ছিল।
তারও আগে ২৯২১ সালে ফেসবুকে বিঘ্ন দেখা দিয়েছিল। সেইবার প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সব সামাজিক যোগাযোগমাধ্যম অচল হয়ে পড়েছিল। প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা।
এএএইচ/জেডএইচ/