মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছেন দেশটির কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত।
মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একন প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামের মিয়ানমারের দুই নাগরিকের বিরুদ্ধে।
বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের সামনে আসামিদের জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়।
আরও পড়ুন
অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার দিকে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু, তানাহ টিংগি লোজিংয়ের এক সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের দুই ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে হত্যার অভিযোগ আনা হয়।
তবে, এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। কেননা মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
কেএসআর/এমএস
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]