চ্যাম্পিয়ন্স লিগে জিরোনার মাঠে খেলতে গিয়ে জয় পেতে রীতিমত ঘাম ঝরলো লিভারপুলের। তবে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে অলরেডরা।
মঙ্গলবার রাতে এস্তাদি মনটিলিভি স্টেডিয়ামে জিরোনাকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে এটি টানা ষষ্ঠ জয় আর্নে স্লটের দলের। এতে তারা শীর্ষেই রইলো।
ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে দারুণ লড়েছে জিরোনা। লিভারপুল অবশ্য ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করেছিল। চতুর্থ মিনিটে জো গোমেজের শট রুখে দেন জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা।
জিরোনাও দারুণ সব আক্রমণ করেছে। ১২ মিনিটে ব্রায়ান গিল আর ৩৭ মিনিটে ইয়াসের আসপ্রিলার প্রচেষ্টা নস্যাৎ করে দেন লিভারপুল গোলরক্ষক এলিসন।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের কপাল খোলে ডনি ফন ডি বিকের ভুলে। ৬২ মিনিটে জিরোনা ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করে বসেন লুইস দিয়াজকে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজার রেফারি।
১২ গজ দূর থেকে সফল স্পট কিকে গোল করেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে এটি মিসরীয় ফরোয়ার্ডের ৫০তম গোল। শেষ পর্যন্ত ওই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।
এমএমআর/জেডএইচ/