প্লাস্টিক দূষণ মোকাবিলায় ১০ পরামর্শ

0
0


প্লাস্টিক দূষণ মোকাবিলায় ১০টি পরামর্শ দিয়েছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাপার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে পলিথিন প্লাস্টিকে বিপন্ন পরিবেশ: সংকট সমাধানে করণীয় শীর্ষক জাতীয় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করে তিনি এসব পরামর্শ তুলে ধরেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা।

তিনি বলেন, প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা হলেও এটি স্থানীয় পর্যায়ে গভীর প্রভাব ফেলছে। এ সমস্যার সমাধানে ব্যক্তিগত, সামাজিক, করপোরেট এবং সরকারি স্তরে সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার পরামর্শের মধ্যে রয়েছে- দূষণ মোকাবিলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে হবে। পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণ বাড়ানো প্লাস্টিক বর্জ্যকে জৈব এবং অজৈব বর্জ্য থেকে আলাদা করে ফেলা। পরিবেশবান্ধব বিকল্পগুলোর প্রচার করতে হবে। স্কুল এবং কলেজের পাঠ্যসূচিতে প্লাস্টিক দূষণ এবং পরিবেশের প্রভাব অন্তর্ভুক্ত করা। ব্যবসা ও করপোরেট পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা। সরকারি নীতি ও আইন শক্তিশালী করতে হবে। নদী ও সমুদ্র তীর পরিষ্কার করা। উদ্ভাবন এবং গবেষণায় বিনিয়োগ করা। জাতিসংঘের মতো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন। পুনঃব্যবহারের জন্য নকশা এমন পণ্য তৈরি করা যা সহজেই পুনর্ব্যবহার বা পুনঃব্যবহারযোগ্য।

আরএএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।