বাংলাদেশের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নতুন বছরের শুরুতেই শুটিংয়ে অংশ নিতে তিনি আসছেন বাংলাদেশে। গতকাল (৬ ডিসেম্বর) শুক্রবার রাতে কলকাতার একটা হোটেলে বাংলাদেশের নির্মাতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। ছবিটি বানাচ্ছেন ‘পদ্মপুরাণ’ ছবির নির্মাতা রাশিদ পলাশ।
শ্রীলেখার সঙ্গে ছবিতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পী। জানা গেছে, ছবিটিতে অভিনয় করবেন মনোয়ার হোসেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ।
ছবি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হননি নির্মাতা রাশিদ পলাশ। মুঠোফোনে তিনি জাগো নিউজকে বলেন, ‘এটি “তরী” নামে একটি চলমান প্রকল্প। সেটারই শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে। সেখানে ভারতীয় একজন অভিনেত্রী কাজ করবেন। এখন এর চেয়ে বেশি কিছু জানাতে পারছি না। একটা কাজে এখন কলকাতায় আছি। আজ বিকেলে ঢাকায় ফিরবো।’
আরও পড়ুন:
রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় কাজ করার কথা ছিল ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু করার পরিকল্পনা ছিল তাদের। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সেটা আর সম্ভব হয়নি। তাই নতুন করে শুটিংয়ের সময় দিতে পারছিলেন না ঋতুপর্ণা। জানা গেছে, এ কারণে ঋতুপর্ণাকে বাদ দিয়ে ছবিতে যুক্ত করা হয়েছে শ্রীলেখা মিত্রকে। যুক্ত করছেন নির্মাতা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
শুটিং কিছুটা এগিয়ে নেওয়ার পর অভিনেত্রী বদল প্রসঙ্গে জানতে চাইলে রাশিদ পলাশ জাগো নিউজকে বলেন, ‘ঋতুপর্ণার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছিল। আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে তার শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনের কারণে আমাদের নতুন করে শিডিউল করতে হয়েছে। নানান কারণে ঋতুদি’কে নিয়ে আপাতত কাজ করা সম্ভব হচ্ছে না। এ কারণে তার জায়গায় অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমাটা শেষ করার পরিকল্পনা করছি।’
আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
এমআই/আরএমডি/এমএস