রাজধানীর খিলগাঁওয়ের বাগিচায় এলাকায় ট্রেনে কাটা পড়ে আহত মোছা. হেলেনা বেগম (৩৬) নামের এক নারীর ঢামেকে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের সার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী বিল্লাল খান জানান, তার স্ত্রীর ডায়াবেটিস ছিল। তিনি প্রতিদিন হাঁটাহাঁটি করতেন। প্রতিদিনের মতো বুধবার (৪ ডিসেম্বর) হাঁটার জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেন না। পরে তার ছবি নিয়ে এলাকার লোকজনকে দেখানোর পর তারা জানান, এক নারী বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবারে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
বিল্লাল খান আরও জানান, তার স্ত্রীকে অজ্ঞাত হিসেবে ঢামেকে ভর্তি করা হয়। পরে ঢামেকের মর্গে গিয়ে তিনি স্ত্রীর মরদেহ শনাক্ত করেন। তিনি অটোরিকশা চালান। শাহজাহানপুর রেল কলোনি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গ থেকে হেলেনা বেগমের মরদেহ উদ্ধার করেন। প্রথমে তারা অজ্ঞাত হিসেবে প্রথমে মরদেহটি পান। পরে তার স্বামী মর্গে এসে শনাক্ত করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বামীর কাছে হস্তান্তর করা হয়।
কাজী আল-আমিন/ইএ