জুলাই গণহত্যার বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের পদযাত্রা

0
0


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, ছাত্র সংসদ নির্বাচন চালু, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান সহিংসতা বন্ধ করা, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং রিকশাচালকদের ওপর সংঘটিত হয়রানি বন্ধের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শুরুর আগে রাজু ভাস্কর্যে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিক।

পদযাত্রাটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে গুলিস্তানের গোলাপ শাহ মাজারে গিয়ে একটি পথসভা করে। এরপর পুনরায় পদযাত্রা করে বাহাদুর শাহ পার্কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সালমান সিদ্দিক বলেন, আমাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী বিভাজন তৈরির চেষ্টা করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দীর্ঘদিন ধরে দাবি করে তাদের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ। কিন্তু তাদের যে দাবি সেই দাবির আমরা কোনো সত্যতা খুঁজে পাইনি। তারা বিভিন্নভাবে দিনের পর দিন আমাদের শোষণ করেছে এবং শেখ হাসিনার সরকার যাওয়ার পর তাদের যে ষড়যন্ত্র, চক্রান্ত তা এখনো অব্যাহত আছে তা আমরা জানি।

তিনি বলেন, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা প্রত্যেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। আমরা সম্মানের সঙ্গে বাংলাদেশে বাস করবো। কিন্তু ভারতের কোনো চক্রান্ত, দেশের বাইরের কোনো স্বার্থান্বেষী মহলও যদি চক্রান্ত করে আমাদের মধ্যে সাম্প্রদায়িক উসকানি তৈরির চেষ্টা করে সেই ফাঁদে আমরা পা দিতে পারি না।

বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া বলেন, পিটিয়ে হত্যা আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছিলাম এখনো দেখছি। দেশের সিস্টেম কিন্তু পরিবর্তন হয়নি। শুধু এক সরকারের জায়গায় আরেক সরকার এসেছে। বাকি সব গতানুগতিকভাবে চলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে কোনো কিছুরই মূল্য কমেনি। অবিলম্বে জুলাই গণহত্যার শহীদদের তালিকা সামনে আনতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে।

জাবির আহমেদ জুবেল বলেন, আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের এই পদযাত্রা সমাবেশ থেকে দাবি জানাই, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের আহত সৈনিক সহযোদ্ধাদের যথাযথ সম্মানপূর্বক পুনর্বাসন করতে হবে। তাদের সুচিকিৎসায় কোনো ধরনের গাফিলতি করা যাবে না।

এমএইচএ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।