মৌলভীবাজার জেলা প্রতিনিধি : আতিকুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে পারিবারিক কলহলের জের ধরে গরম পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী।
গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গৃহবধূর অনামিকার সাথে সরজমিনে কথা বললে জানান , তার স্বামী সঞ্জিত কান্তি নাথ জৈনক এক কবিরাজ থেকে ঘরে তাবিজ আনা নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে চুলা থেকে গরম পানি এনে ঢেলে দেন তার গায়ে। এতে শরীরের অংশ পিট ও গলা ঝলসে যায়। রোববার সকালে ঘটনাটি ঘটে। অনামিকাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।