৩০ বছর ধরে আ’লীগ নেতার দখলে থাকা সরকারি জমি উদ্ধার

0
0


৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের অবৈধ দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার জমিগুলো উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জমিগুলো ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে জমিগুলো উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই চার বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ৩০ বছর ধরে বাহাদুর মৌজায় সরকারি জমি বেদখল ছিল। আজ অভিযান চালিয়ে দখলে নেওয়া হয়েছে। দখলদার যেই হোক, আমাদের অভিযান চলমান থাকবে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।