সাত কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি হচ্ছে

0
0


অপরিকল্পিতভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয় উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এরপর থেকেই কলেজগুলো নানা সমস্যা ও সংকটে পড়েছে। সাত কলেজকে আলাদা করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, কীভাবে স্বতন্ত্র পরিচয় দেওয়া যায়? সে জন্য একটি কমিটি করেছিলাম। এ কমিটি কলেজগুলো নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। এবার আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। এ কমিটি প্রতিষ্ঠানিক রূপ তৈরি করবে, সেখানে কলেজগুলোকে আরও কীভাবে স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা, অবকাঠামো কীভাবে বাড়ানো যায় এবং সেগুলোতে সমন্বিতভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় তা থাকবে। আর স্বতন্ত্র পরিচয়ের নাম সবার সঙ্গে আলোচনা করে দেওয়া হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মনে রেখো যে নামই দাও না কেন আসল কথা হলো শিক্ষার মানোন্নয়ন করা। শিক্ষার বৈষম্য দূর করা। কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তা সেটা তোমরাই ঠিক করবে। শিক্ষার্থীদেরকে নিয়ে যে কমিটি গঠন করা হবে, তাদের কাজ তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এর জন্য বসে থেকে লাভ হবে না কারণ অন্তবর্তী সরকারের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কাজেই কমিটি কবে রিপোর্ট দেবে সেটা নিয়ে তোমরা মাথা ঘামাবে না। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেগুলো এখন থেকেই শুরু করে দেবো। তোমাদের জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেন সেটাই করা হবে।

বর্তমানে যারা শিক্ষাব্যবস্থায় অনার্স বা এমএ-তে আছে সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। বরং যে অসুবিধাগুলো আছে তা এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করবো। তবে অনুরোধ করবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অসুবিধা আছে সেগুলো দূর করতে আরও সচেতন হও। আমরা যাই করি না কেন? পরবর্তী নির্বাচিত সরকারকে তার বৈধতা দিতে হবে। আমরা আশা করি সেই বৈধতা দেওয়া হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের অন্তবর্তী সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য যতদূর পারে যথাসাধ্য চেষ্টা করবে। আমাদের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করবেন।

রাস্তা অবরোধ নিয়ে তিনি বলেন, তোমাদের কাছে একাটই অনুরোধ নতুন সময় এসে অনেক অস্থিরতা গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমরা সম্পূর্ণ অবিভাবকহীন অবস্থায় পেয়েছি, কতৃপক্ষও নিয়োগ দেওয়া হয়েছে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এত যোগ্য, প্রতিভাবান মানুষ কখনো এরকম বিশ্ববিদ্যালয়ের প্রধানের দায়িত্ব পেতে পারেন। আমাদের স্বল্পকালীন একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই, যাতে ভবিষ্যৎ সরকারের কাছে এটা নিদর্শন হয়ে থাকে।

এসময় আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি।

রাস্তা অবরোধ নিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে জানিও। তবে আর রাস্তা অবরোধ নয়, বিশৃঙ্খলা নয়, আমরা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ চাই। যেখানে ছাত্র-শিক্ষকদের মধ্যে সু-সম্পর্ক ফিরে আসবে।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজকে ঢাবি অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। কিন্তু এই কলেজগুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শুরু থেকেই এখন পর্যন্ত পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্ব হওয়াসহ নানা ধরনের সমস্যায় জর্জরিত কলেজগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের পর কলেজগুলোর শিক্ষার্থীরা তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছে। সবশেষ গত ৬ নভেম্বর শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এনএস/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।