যুক্ত্রাজ্যে ভিন্ন বৈশিষ্ঠের এক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইউরোপের অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার ইইউ জোটের বৈঠকে নির্ধারিত হবে পরবর্তী পরিকল্পনা।
জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং আয়ারল্যান্ড ইতিমধ্যে ব্রিটেনের সাথে বিমান ফ্লাইট চলাচল বন্ধ করেছে। লন্ডন থেকে বেলজিয়ামে নিষিদ্ধ করা হয়েছে ট্রেন সার্ভিসও।
নতুন বৈশিষ্ঠের করোনা ভাইরাস লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে এমনটা জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। এটা যে কোভিড-১৯ এর তুলনায় প্রাণঘাতী বা মারাত্মক সেরকম প্রমাণ তারা এখনো পান নি।
আর নতুন প্রজাতির ভাইরাস মোকাবেলায় চলমান ভ্যাক্সিন কার্যকর কিনা সেটাও অস্পষ্ঠ। তাই রোববার হঠাৎই এই অঞ্চলগুলোয় চার স্তর বিশিষ্ট কঠোর লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিশ্লেষকরা বলছেন নতুন ভাইরসাটি করোনা ভাইরাসেরই পরিবর্তীত এক রূপ। তাদের দাবি কোভিড-১৯ এর তুলনায় ৭০ শতাংস দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। যা নিয়ে বিশ্ব স্বাসস্থ্য সংস্থাও উদ্বিগ্ন। তারা বলছে নতুন বৈশিষ্ঠের ভাইরাস নেদারল্যান্ডস, ডেন্মার্কে এবং অস্ট্রেলিয়াতেও পাওয়া গেছে।