Site icon Amra Moulvibazari

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মোঃ আনোয়ার হোসেন

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মোঃ আনোয়ার হোসেন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আতিকুর রহমান,
কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি পৌরসভার তিনবারের ওয়ার্ড কাউন্সিলার মেধাবী ও তরুণ যুবনেতা মো: আনোয়ার হোসেন আগামী পৌর নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী  পেশার মানুষের কাছে তিনি দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়ে মাঠে প্রচারণা করছেন।

আজ (রবিবার ২০ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন তিনবারের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন।

তিনি  বলেন,আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী হলে কমলগঞ্জ পৌরসভাকে একটি মাদকমুক্ত রোলমডেল ও উন্নত পৌরসভায় পরিণত করবেন এবং পৌরসভার সকল জনসাধারণের সকল সমস্যা দূর করে সুন্দর ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তুলবেন।।

Exit mobile version