মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আতিকুর রহমান,
কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি পৌরসভার তিনবারের ওয়ার্ড কাউন্সিলার মেধাবী ও তরুণ যুবনেতা মো: আনোয়ার হোসেন আগামী পৌর নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়ে মাঠে প্রচারণা করছেন।
আজ (রবিবার ২০ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন তিনবারের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন।
তিনি বলেন,আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী হলে কমলগঞ্জ পৌরসভাকে একটি মাদকমুক্ত রোলমডেল ও উন্নত পৌরসভায় পরিণত করবেন এবং পৌরসভার সকল জনসাধারণের সকল সমস্যা দূর করে সুন্দর ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তুলবেন।।