যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি সাইফুজ্জামানকে ওএসডি

0
1


যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গাজী মো. সাইফুজ্জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

গ্রেড-১ কর্মকর্তা সাইফুজ্জামানকে ওএসডি করে সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বছরের ২৯ নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান গাজী মো. সাইফুজ্জামান। এর আগে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

আরএমএম/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।