পেট চুক্তিতে ঢাকায় দুই হাজার ইয়াবা এনে পেতেন ৩০ হাজার টাকা

0
0


ওসমান গাজী (৩৬) কক্সবাজারের হ্নীলা এলাকার একজন পান ব্যবসায়ী। তিনি পান ব্যবসার পাশাপাশি টেকনাফ থেকে ইয়াবা পেটে করে ঢাকায় নিয়ে আসেন। পেট চুক্তিতে প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা এনে তিনি ৩০ হাজার টাকা করে পেতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর সূত্রাপুর থানার ৩৪ বিকে দাস রোড এলাকায় ১৮ নভেম্বর অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদককারবারি ওসমান গাজীকে (৩৬) গ্রেফতার করা হয়।

যেভাবে পাচার-

গ্রেফতার ওসমান গাজী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি মাদককারবারি মিজানুর রহমানের সহযোগী হিসেবে পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা ঢাকায় এনে তিনি ৩০ হাজার টাকা করে পান। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

টিটি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।