এফডিআই হিটম্যাপ তৈরি করছে বিডা, নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের সহযোগিতা

0
1


বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এফডিআই হিটম্যাপ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডা সূত্রে এ তথ্য জানা গেছে।

এই হিটম্যাপের উদ্দেশ্য নির্ভরযোগ্য ও সর্বশেষ তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এমন সম্ভাবনাময় দেশ, প্রতিযোগিতামূলক খাত ও কৌশলগত বিনিয়োগকারিদের চিহ্নিত করা ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।

এ বিষয়ে জানতে চাইলে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এতদিন আমাদের বিনিয়োগ প্রচারে সক্রিয়তার অভাব ছিল। এখন আমরা বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার লক্ষ্যে তথ্যভিত্তিক কৌশলগত প্রচার করতে চাই। এর জন্য বিভিন্ন দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহযোগিতায় এফডিআই হিটম্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে বিডা। প্রচারের লক্ষ্যে সংগৃহীত তথ্য হালনাগাদ রাখতে আমরা বাংলাদেশে এফডিআই এর উৎস (বর্তমান ও সম্ভাবনাময়) দেশগুলোর বিশেষজ্ঞ এবং অংশীদারদের নিয়মিত পরামর্শ গ্রহণ করব।

জানা গেছে, এফডিআই তৈরির কার্যক্রমটি বিডা’র নতুন বিসনেস ডেভোলপমেন্ট টিমের নবনিযুক্ত প্রধান নাহিয়ান রহমান রোচির তত্বাবধায়নে পরিচালিত হবে। নভেম্বর মাসের শেষ নাগাদ এর মাধ্যমে কার্যকরী তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

সূত্র জানায়, বিডার এই উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে ফরেন ইনভেস্টরস’ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইডিএলসি , ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, প্রাইসওয়াটার হাউস কুপারস, বোস্টন কনসাল্টিং গ্রুপ, আর্নস্ট অ্যান্ড ইয়াং, লাইটক্যাসেল পার্টনার্স, ইনস্পাইরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিসহ আরও অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানর সহযোগীতা নেওয়া হবে।

এসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।