বলতেই হয়, ডেনিয়েল ভেট্টরির একজন সত্যিকার বন্ধু আছে। তা না হলে অস্ট্রেলিয়ার মতো দলের কোচিং রেখে কেউ আইপিএলের নিলাম অনুষ্ঠানে যোগ দিতে পারতেন? মোটেই না। কিন্তু এন্ড্রু ম্যাকডোনাল্ডের মতো ব্ন্ধু পেয়ে সেটি করতে পারছেন অসিদের সহকারী কোচ ভেট্টরি।
ম্যাকডোনাল্ড অস্টেলিয়ার হেড কোচের দায়িত্ব পালন করছেন ২০২২ সাল থেকে। ওই সময় থেকেই সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের সহকারী হিসেবে কাজ করে আসছেন তারই দীর্ঘদিনের ব্ন্ধু ভেট্টরি।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদাবান টেস্ট সিরিজ বর্ডার-গাভাস্কার ট্রফি। প্রথম টেস্ট পার্থে। অন্যদিকে সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। ভেট্টরি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ। চাকরি বাঁচাতে হলে যেকোনো ভাবেই হোক, নিলামে যোগ দিতে হবে নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তি স্পিনারকে। যে কারণে অস্ট্রেলিয়ার কোচিং রেখেই নিলাম অনুষ্ঠানে যোগ দেবেন ভেট্টরি।
ভেট্টরির বিষয়ে অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেন, সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে ড্যানের (ভেট্টোরি) ভূমিকাকে আমরা খুবই সমর্থন করি। আইপিএল নিলামে যোগ দেওয়ার আগে ড্যান (ভেট্টোরি) প্রথম টেস্টে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন। তারপর বর্ডার গাভাস্কার ট্রফির বাকি অংশে তিনি দলের সঙ্গে থাকবেন।
ক্রিকেটবিশ্বে একজন বিরল এক কোচ হলেন ভেট্টোরি। তিনি একটি জাতীয় দলের স্থায়ী সহকারী কোচ, একইসঙ্গে আইপিএলে হায়দরাবাদ ও ইংল্যান্ডের দ্য হানড্রেডের দল বার্মিংহাম ফিনিক্সের হেড কোচ।
ভেট্টরির মতো পার্থ টেস্টের ধারাভাষ্য ছেড়ে আইপিএল নিলামে যোগ দেবেন রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার। আগামী আইপিএলে পন্টিং দিল্লি ক্যাপিটালস আর ল্যাঙ্গার লখনৌ সুপার জায়ান্টের হেড কোচ হিসেবে কাজ করবেন।
এমএইচ/এমএস