পিস্তল দিয়ে গুলি ছোড়লেন সাবেক এমপি, ধরে পুলিশে দিলো জনতা

0
0


নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে পিস্তলসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়।

রোববার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের পশ্চিম পাকুড়িয়া খোয়াই বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল পিস্তল দিয়ে গুলি ছোড়েন। তখন স্থানীয়রা তাকে আটক করে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান জানান, রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুরিয়া এলাকায় প্রকাশ্যে নিজের কাছে থাকা পিস্তল থেকে গুলি ছোড়েন। তখন লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে এবং সেনাবাহিনী এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও জানান, রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হবিগঞ্জের বাইরে অন্য কোনো থানায় মামলা রয়েছে।

থানা থেকে তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেওয়া হয়েছে বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রানা মোহাম্মদ সোহেল ২০১৮ সালের জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।