পশ্চিমাঞ্চল গ্যাসের নতুন এমডি হলেন কামরুল ইসলাম

0
0


সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী কামরুল ইসলাম সরদারকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বদলির নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুল ইসলাম সরদারকে এসজিএফএল থেকে বদলিপূর্বক পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব দেওয়া হলো। এক্ষেত্রে শর্তযুক্ত হবে যে, চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না।

এতে আরও বলা হয়, চলতি দায়িত্ব দেওয়ার পর ওই ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কমকর্তা নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে প্রকৌশলী কামরুল ইসলাম সরদারকে তার পূর্বতন পদ বা মূলপদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।

নতুন এমডির আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) সাহিনুর আলম।

এম এ মালেক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।