Site icon Amra Moulvibazari

চট্টগ্রামে নগরবাসীর ফেলে দেয়া বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করছে সিটি কর্পোরেশন

চট্টগ্রামে নগরবাসীর ফেলে দেয়া বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করছে সিটি কর্পোরেশন

চট্টগ্রামে নগরবাসীর ফেলে দেয়া বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করছে সিটি কর্পোরেশন । সিটি জৈব সার নামে বাজারজাত হওয়া পণ্যটি সারাদেশে সরবারহ করে কোটি টাকা আয় হচ্ছে তাদের । সিটি প্রশাসক বলছেন , শুধু জৈব সার নয় , সরকাররি সহযোগিতা পেলে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব । ৭০ লাখ বাসিন্দার শহর চট্টগ্রামে প্রতিদিন ৩ টনেরও বেশি বর্জ্য তৈরি হয় ।

সিটি কর্পোরশনের ২ হাজার কর্মী নিয়মিত বাসাবাড়ি থেকে এসব বর্জ্য সংগ্রহ করেন । প্রতিদিনকার সংগ্রহকৃত এসব বর্জ্য নেয়া হয় হালিশহরের আনন্দবাজার এলাকায় গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে । এরপর প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় জৈব সার ।

গার্ভেজ ট্রিটম্যান্ট প্লান্ট প্রতিদিন প্রায় ১ টন জৈব সার উৎপাদন করে ।আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শুধু জৈব সার নয় , বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের ।

চসিক উৎপাদিত সিটি সার স্বল্পমূল্যে দেশের বিভিন্নস্থানে সরবারহ হলেও স্থানীয় কৃষকরা চাহিদামতো পান না বলে অভিযোগ রয়েছে ।প্রতি কেজি সিটি জৈব সার ডিষ্ট্রিবিউটরদের কাছে বিক্রি হয় ১০ টাকায় ।

কয়েকবার হাত বদলের পর খুচরা বাজারে মূল্য দাড়ায় ৩০ টাকা ।

Exit mobile version