সাবেক ইউপি সদস্যর হাত-পা ভেঙে দিলো প্রতিপক্ষের লোকজন

0
2


কুড়িগ্রামের চিলমারীতে পূর্ব শত্রুতার জেরে মো. রেজাউল ইসলাম (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যের হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ওই ইউপি সদস্যের ছেলে ফয়সাল হক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন।

মো. রেজাউল ইসলাম রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, মোছা. হেলেনা বেগম (৪২), মো. হিমেল মিয়া (২২), মো. রিয়াদ মিয়া (২০)।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব সজিব জানান, সাবেক ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম আঞ্জুর সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুর ১২টার দিকে রেজাউল ইসলাম বাড়ির পাশের ধানক্ষেত দেখে ফেরার পথে অভিযুক্তরা মারধর করতে থাকে। তাদের আঘাতে ইউপি সদস্য রেজাউল ইসলাম জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করেন।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।