Site icon Amra Moulvibazari

নওগাঁয় বিভিন্ন মাছের শুটকি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা

নওগাঁয় বিভিন্ন মাছের শুটকি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা

নওগাঁয় ভরতেতুলিয়া গ্রামে বিভিন্ন মাছের শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা চলতি মৌসুমে প্রায় কোটি টাকারশুটকি মাছ বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা তবে করোনার কারণে বছর ভারতে শুটকি রপ্তানী বন্ধ থাকায় দুশ্চিন্তায়ব্যবসায়ীরা মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা

এই উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে আত্রাই নদী পাশাপাশি রয়েছে শতাধিক বিল চার দফায় বন্যায় বছর মাছের উৎপাদনভালো হওয়ায় শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শুটকি পল্লীর বাসিন্দারা বর্তমানে ছোট মাছের শুটকি গড়ে শত থেকে শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখানকার উৎপাদিত দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট মাছের শুটকির কদর রয়েছে দেশজুড়ে

শুটকি পার্শ্ববর্তী দেশ ভারতেও রপ্তানী করা হয় তবে বছর করোনার কারণে ভারতে রফতানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা জানান , পেশার সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এছাড়া শুটকি তৈরির জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাওকরা হয়েছে

মৎস্য অফিসের তথ্য মতে , আত্রাই উপজেলায় প্রায় মেট্রিক

Exit mobile version