Site icon Amra Moulvibazari

ঢাকা শহরে কমে যাচ্ছে খেলার মাঠ , শিশুদের খেলার সুযোগ

ঢাকা শহরে কমে যাচ্ছে খেলার মাঠ , শিশুদের খেলার সুযোগ

ঢাকা শহরে কমে যাচ্ছে খেলার মাঠ আর কারণে মাঠে গিয়ে খেলতে না পারায় বাধা গ্রস্থ হচ্ছে শিশুদের শারীরিক মানসিকবিকাশ আর কারণে বাড়ছে অভিভাবকদের দুশ্চিন্তা   বিকেল বেলায় শিশু কিশোররা দল বেধে খেলাধুলা করবে মাঠে

এটি ছিল এক সময়ের স্বাভাবিক চিত্র কিন্তু কোটি মানুষের শহর ঢাকায় , বাড়ছে ইট পাথর আর কনক্রিটের উঁচু ভবন কমে যাচ্ছেখেলার মাঠ , শিশুদের খেলার সুযোগ ঢাকার দুই সিটি কর্পোরেশন মিলিয়ে এখন মাঠের সংখ্যা মাত্র ৪২ টি আবার যে মাঠ গুলোআছে , সেখানেও নেই খেলার পরিবেশ

অভিভাবকদের দাবী , শিশুদের সুস্বাস্থ্য আর সুন্দর ভবিষ্যতের জন্যই পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করতে হবে

Exit mobile version