ক্যাম্পাসে লাগানো গাছের পাতা নিয়ে শিক্ষার্থীদের মেহেদি উৎসব

0
2


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী মেহেদি উৎসব উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘অভয়ারণ্য’।

বাঙালি সংস্কৃতি তুলে ধরতে শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ব্যাতিক্রমী এ আয়োজন করে সংগঠনটি।

এ আয়োজনে দুই বছর আগে ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে রোপিত মেহেদি গাছ থেকে পাতা সংগ্রহ করে শিক্ষার্থীদের হাতে সাজিয়ে দেওয়া হয়। এছাড়া বাঙালিয়ানা গান, পটপাঠ ও নানা সাংস্কৃতিক কর্মসূচি পালন করে সংগঠনটি।

ক্যাম্পাসে লাগানো গাছের পাতা নিয়ে শিক্ষার্থীদের মেহেদি উৎসব

সরেজমিন দেখা যায়, সংগঠনটির সদস্যরা মেহেদি গাছের পাতা বেঁটে সেই মেহেদি লাগিয়ে দিচ্ছেন অন্যদের হাতে। সামাজিক সচেতনতা তৈরিতে বৃক্ষের গায়ে একটি পটচিত্র অঙ্কন করেছেন। বাঙালি সংস্কৃতির নান্দনিক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের ছবি তুলতেও দেখা যায়।

ক্যাম্পাসে লাগানো গাছের পাতা নিয়ে শিক্ষার্থীদের মেহেদি উৎসব

অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘বাঙালিয়ানা সংস্কৃতিকে তুলে ধরতে আমরা মেহেদি উৎসব উদযাপন করেছি। দুই বছর আগে ক্যাম্পাসে লাগানো প্রায় ৬০টি মেহেদি গাছের পাতা সংগ্রহ করে এ আয়োজন করা হয়েছে। এসব পাতা বেঁটে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মেহেদি তৈরি করে বিক্রি করছি। এখান থেকে সংগৃহীত অর্থ আমরা বিভিন্ন পরিবেশগত কাজে ব্যবহার করবো।’

ক্যাম্পাসে লাগানো গাছের পাতা নিয়ে শিক্ষার্থীদের মেহেদি উৎসব

এর আগে ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কের পশ্চিম পাশে অর্ধশতাধিক মেহেদি গাছ রোপণ করে সংগঠনটি।

মুনজুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।