দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীরা

0
0


ডিজিটাল লটারি বাতিল করে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে ক্যাম্পাসে ফিরে গেছেন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার পর মিছিল নিয়ে কলেজের ফটক ভেঙে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন। পরে ঘটনাস্থলে আসেন কিছু শিক্ষক। তারা শিক্ষার্থীদের দাবির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাবেন বলে আশ্বস্ত করেন। এরপর দুপুর পৌনে ১টার দিকে তারা সেখান থেকে চলে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে লটারি চালু করা হয়েছিল। সেই পরিস্থিতি এখন আর নেই। তারপরও কয়েক বছর ধরে লটারির ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলে আসছে। মেধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই লটারি প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে ভর্তির দাবি তাদের।

তারা আরও বলেন, বিশেষ করে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

তবে বিষয়টি নিয়ে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ একাধিক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আপাতত এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

এদিকে, আজকের মতো কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেলেও তারা লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে অনলাইনে প্রচারণা চালাবেন। যৌক্তিক সময়ের মধ্যে দাবি মেনে না নিলে তারা আবারও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এএএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।