কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ার মৃত হানিফ মিয়ার ছেলে সজল, একই এলাকার মতিউর রহমানের ছেলে মোস্তাকিম, মৃত হানিফ মিয়ার পুত্র সাব্বির ও বাজিতপুর উপজেলার শাহপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে সুজন।
পুলিশ সুত্রে জানা যায়, পৌর শহরের পুলিশ ফাঁড়ির এসআই মামুন এবং এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেন। এসময় আটকদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা, ১টি ডেগার, ২টি কেচি ও ১টি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজীবুল হাসান/এমকেআর