ভাস্কর্যের বিরোধিতাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি!

0
5

শুধু মামলা নয় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে জাতির পিতার অবমাননাকারীদের উচিত শিক্ষা দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম।

আজ সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধন করে বঙ্গবন্ধু কৃষি পরিষদ। এ সময় তিনি বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতা করে।

ক্ষমতায় যাওয়ার জন্য উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ভাস্কর্য ভাঙার মতো লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে। বিবেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও করা হয় মানববন্ধনে।