শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো উরুগুয়ে

0
1


২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাইপর্বে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে। ১০১ মিনিটের গোলে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে টেবিলে কলম্বিয়াকে টপকে গেছে দুইয়ে চলে গেছে উরুগুয়ে। এটা মার্সেলো বিয়েলসার শিষ্যদের টানা চতুর্থ জয়।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় মন্টোভিডিওতে কলম্বিয়াকে আতিথেয়তা দেয় উরুগুয়ে। প্রথমে লিড নেয় সফরকারী কলম্বিয়াই। ৩১ মিনিটে হুয়ান ফার্নান্ডো কুইনটেরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

৫৭ মিনিটে কলম্বিয়ার ডেভিনসন স্যানচেজের আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে উরুগুয়ে। ৩ মিনিট পরই আরও এক গোল পেয়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে রদ্রিগো অ্যাগুইরের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

৯৬ মিনিটে আন্দ্রেস গোমেজের গোলে ব্যবধান ২-২ করে কলম্বিয়া। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত নিজেদের সমতায় রাখতে ব্যর্থ হয় সফরকারীরা। উরুগুয়ের ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ম্যানুয়েল উগার্তে কাছ থেকে নেওয়া শটে স্তব্ধ হয়ে যান অতিথি দলের দর্শকরা।

অবশেষে ৩-২ ব্যবধানে হেরে দেশে ফিরতে হয় কলম্বিয়াকে।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে উরুগুয়ে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে কলম্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।