Site icon Amra Moulvibazari

বঙ্গবন্ধুর ভাস্কর্য-প্রতিকৃতির নিরাপত্তায় হাইকোর্টের নির্দেশ | Mural Protection

বঙ্গবন্ধুর ভাস্কর্য-প্রতিকৃতির নিরাপত্তায় হাইকোর্টের নির্দেশ | Mural Protection

সারা দেশে বঙ্গবন্ধুর ম্যুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দীনের দৈত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে জেলা সদর ও উপজেলা কেন্দ্রে ম্যুরাল স্থাপনের সর্বশেষ তথ্য দেয়ার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয় ইতিমধ্যে ৩৮০ টি উপজেলা ও ৬৩ টি জেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে জাতির পিতার ম্যুরাল স্থাপন করা হয়েছে। সে প্রতিবেদনের উপর শুনানি শেষে হাইকোর্ট দেশে স্থাপিত ও নির্মাণাধীন সকল ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

ডেপুটি অয়াটর্নি জেনারেল বলেন, নিরাপত্তার এই আদেশটি ম্যুরালের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ভাস্কর্য ও স্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে ব্যাখা দেয়ার আবেদন করা হলে বিষয়টি প্রশাসন দেখছে বলে মন্তব্য করে হাইকোর্ট এই বিষয়ে কোনো আদেশ দেননি।


আরো পড়ুনঃ


প্রতিনিয়ত সব খবরের আপডেট জানতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিনঃ Amramoulvibazari – আমরা মৌলভীবাজারি

Exit mobile version