সারা দেশে বঙ্গবন্ধুর ম্যুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দীনের দৈত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে জেলা সদর ও উপজেলা কেন্দ্রে ম্যুরাল স্থাপনের সর্বশেষ তথ্য দেয়ার নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয় ইতিমধ্যে ৩৮০ টি উপজেলা ও ৬৩ টি জেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে জাতির পিতার ম্যুরাল স্থাপন করা হয়েছে। সে প্রতিবেদনের উপর শুনানি শেষে হাইকোর্ট দেশে স্থাপিত ও নির্মাণাধীন সকল ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
ডেপুটি অয়াটর্নি জেনারেল বলেন, নিরাপত্তার এই আদেশটি ম্যুরালের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ভাস্কর্য ও স্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে ব্যাখা দেয়ার আবেদন করা হলে বিষয়টি প্রশাসন দেখছে বলে মন্তব্য করে হাইকোর্ট এই বিষয়ে কোনো আদেশ দেননি।
আরো পড়ুনঃ
- সারা ভারত বন্ধের হুশিয়ারি কৃষকদের | Indian Farmers Protests | Delhi
- বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় ইসলামিক ফাউন্ডেশনের প্রচারণা চেয়ে হাইকোর্টে রিট
প্রতিনিয়ত সব খবরের আপডেট জানতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিনঃ Amramoulvibazari – আমরা মৌলভীবাজারি