ড্রেন পরিষ্কার করার সময় মিললো পাইপগান

0
0


রাজধানীর উত্তরায় ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে উত্তরা ৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের একটি ড্রেন থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরা কল্যাণ সমিতির লোকজন ৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে একটি ড্রেন পরিষ্কার করছিল। এসময় শ্রমিকরা ড্রেনের কাদার ভেতর অস্ত্র সদৃশ বস্তু দেখতে পেয়ে উত্তরা পূর্ব থানায় খবর দেয়। পরে উত্তরা পূর্ব থানার মোবাইল টিম সকালে ড্রেন থেকে দেশীয় পাইপগানটি উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।