ঢাকায় ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিতে প্রাণ গেলো কিশোরের

0
3


রাজধানীর হাজারীবাগের পার্ক এলাকায় ছুরিকাঘাতে শান্ত (১৭) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে শান্ত নিহত হন বলে দাবি পরিবারের।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শান্ত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের বাবা মো. আফজাল হোসেন বলেন, আমার গার্মেন্টস পণ্যের ব্যবসা রয়েছে। আমার ছেলে (শান্ত) মাঝেমধ্যে দোকানে বসতো। গতকাল রাতে কথা কাটাকাটির জেরে শুকুর, ইমন ও অলিসহ কয়েকজন কিশোর শান্তকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত।

এ ঘটনায় অভিযুক্ত শুকুর, ইমন ও অলিকে আটক করেছে পুলিশ। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি নিহত শান্তর স্বজনদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে হাজারীবাগ থানা পুলিশ।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম