মিরপুরে যৌথবাহিনীর অভিযানে ২৬ মাদক কারবারি গ্রেফতার

0
1


রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। এসময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব এবং পুলিশসহ) পরিচালনা করে। অভিযানে মো. হাফিজ, মো. রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ মোট ২৬ জনকে আটক করা হয়।

পল্লবী থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মিরপুরে যৌথবাহিনীর অভিযানে ২৬ মাদক কারবারি গ্রেফতার

প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য শীর্ষ মাদক কারবারিদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরপুরে যৌথবাহিনীর অভিযানে ২৬ মাদক কারবারি গ্রেফতার

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।