শাহরিয়ার খাঁন সাকিব : শনিবার ৫ ডিসেম্বর সকাল ১১টায় ধরকাপন রোডস্থ নাহিয়ান‘স ইংলিশ লার্নিং সেন্টার মৌলভীবাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নাহিয়ান‘স ইংলিশ লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা–পরিচালক সৈয়দ আদনান সুলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ আনিছুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ ওমর ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত সৈয়দ লুৎফুর কবীর, সৈয়দ হেলাল আহমদ, মো. সাহিদ মাসুদ, মো. নিজাম উদ্দিন চৌধুরী অপু, সৈয়দইয়াছির আরাফাত, রিপন চৌধুরী, ফাহাদ চৌধুরী, হৃদয় খাঁন হুমায়ুন, সৈয়দ জয়নাল আবেদীন মাহের, ফারহান ফুয়াদ, সৈয়দমাহফুজ আহমেদ, সৈয়দ আজহার রহমান, সৈয়দ মাজহার আবেদীন, মুরছালীন এলাহি চৌধুরী, ওয়াসিফ এলাহি চৌধুরী প্রমুখ।