শুল্ক কমালেও পণ্যের দাম কমেনি, এটিই আমার আফসোস

0
0


নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক-কর কমানোর পরও বাজারে পণ্যের দাম সহনীয় না হওয়ায় আফসোসের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

স্বচ্ছতা ও জবাবদিহির বড় অভাব রয়েছে জানিয়ে তিনি বলেছেন, অনেক কর ও শুল্ক কমিয়েছি। তারপরও দাম কমেনি, এটি আমার আফসোস। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসহ ১৭টি ক্যাটাগরিতে ৪৬টি সংস্থা এবং প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরও পড়ুন

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতিতে অনেক বড় চ্যালেঞ্জ আছে। সেগুলো ঠিক করার উপায়ও আছে। তিনি ব্যবসায়ীদের সরকারের ওপর ভরসা রাখার আহ্বান জানান।

শুধু শুল্ক-কর কমিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়- এমন ইঙ্গিত করে তিনি বলেন, সাপ্লাই চেইনের অনেকগুলো দিক আছে। ব্যাড সিস্টেম আছে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদের সবরকম সাহায্য করবো। আমরা অনেক ট্যাক্স কমিয়েছি।

পাচার হওয়া অর্থ উদ্ধারে দাতা সংস্থাগুলো সাহায্য করতে চায় জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, এখানে চার্টার্ড অ্যাকাউন্টসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমরা খুব কঠিন সময় পার করছি। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে পুনর্গঠন করার সুযোগ এসেছে। ব্যবসায়ীদের এখানে বড় ভূমিকা রাখতে হবে। কারণ, তারা কর্মসংস্থান সৃষ্টি করে। বেসরকারি প্রতিষ্ঠান সরকারের চেয়ে কয়েকগুণ বেশি কর্মসংস্থান সৃষ্টি করে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যা আমরা শুনছি। সমস্যা চিহ্নিত করছি। আমরা ব্যবসাবান্ধব কর পরিবেশ করার সৃষ্টি করছি। কাস্টমসের সমস্যা দূর করছি। আয়কর প্রদান অনলাইনে করেছি৷ এটিকে ঝামেলামুক্ত করছি। আগামী বছর থেকে অনলাইনে করপোরেট কর সংগ্রহ করবো। আমরা চাই কর আদায়ে অটোমেশন আনতে। ব্যবসায়ীরা ঠিকমতো কর দিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।

আরও পড়ুন

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। সরকার ব্যবসায়ীদের সব ধরনের সাহায্য করবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইনস্টিটিউটের সদস্য, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এবং সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।

এসএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।