ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আবার দলকে পেনাল্টি মিসের হতাশায়ও ডুবিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
সবমিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলের। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল।
Yeah Vinicius jr is cooked man
— (@AFCKaden) November 14, 2024
এই ড্রয়ের পরও অবশ্য মূল্যবান একটি পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল।
বিস্তারিত আসছে…
এমএমআর/জেআইএম