বদলি হচ্ছেন রেলের একই দপ্তরে ৩ বছরের অধিক থাকা কর্মীরা

0
0


বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরে তিন বছরের অধিক সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (পার্সোনেল-৩) পলাশ কুমার সাহার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দপ্তরে পাঠাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া যেসব কর্মচারী বিশেষায়িত ও অপারেশন কাজের সঙ্গে অপরিহার্যভাবে জড়িত, তাদের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

এনএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।