ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী

0
0


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেণিকক্ষে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এদের মধ্যে সাতজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

অসুস্থরা হলো, সারিকা আক্তার, আশা মনি, চাঁদনি আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি ও সানজিদা আক্তার।

অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে একে একে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনিক দেব বলেন, এটি পেনিক অ্যাটাক হতে পারে। এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। ২-১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।