দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি: আফ্রিদি

0
0


‘গণমাধ্যমে এসেছে, গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। যাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি’, জাগো নিউজকে কথাগুলো বলেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

গত পরশু রাতে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। খবর ছড়ায় টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। তবে ঘটনাটি সত্য নয়। আফ্রিদি জানান, তার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। তিনি বলেন, ‘দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’

আফ্রিদি জানান মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নবদম্পতির জন্য শুভকামনা প্রত্যাশা করেছেন আফ্রিদির পরিবার।

২০১৫ সাল থেকে ভ্লগিং শুরু করেন তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলের অনুসারী সংখ্যা ৬৩ লাখের বেশি। এখন পর্যন্ত সেখানে অবমুক্ত হয়েছে ২ শতাধিক ভিডিও।

আরএমডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।