আপেল খাওয়ার পর অসুস্থ ভাই-বোন, হাসপাতালে মৃত্যু

0
0


খুলনার রূপসায় আপন দুই ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

নিহতরা হলেন শিশু কন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। তারা রুপসা উপজেলার শ্রীফলতলা চন্দনশ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার সন্তান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বুধবার রাতে ওই দুই শিশুর বাবা কিছু ফল কিনে বাড়ি যান। রাতে খাওয়ার পর তারা আপেল খায়। এর কিছুক্ষণ পর দুজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুজনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন ওসি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার।

আলমগীর হান্নান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।