আলিমে ফেল থেকে পাস ১০ শিক্ষার্থী, জিপিএ-৫ পেলেন ৬ জন

0
2


মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার আলিম পরীক্ষার ফল প্রকাশের পর ২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হয়ে আবেদন করেন। তারা ৭ হাজার ৭৩৮টি পত্রের খাতা চ্যালেঞ্জ করেন। এতে ৩৬ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

তার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। ফেল থেকে পাস করেছেন ১০ জন। তাছাড়া জিপিএ পরিবর্তন হয়েছে আরও ১৩ জনের।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আলিমে পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

এএএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।