আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজারের পাইপে আগুন

0
0


মানিকগঞ্জের শিবালয়ে আরিচাঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিএর ড্রেজিং অফিসের সামনে ঘটে এ ঘটনা। তবে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া জাগো নিউজকে বলেন, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তূপ করে রাখা ছিল। এসময় ২০-২৫টি পাইপে আগুন লাগে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো বুঝতে পারছি না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জাগো নিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয় কিছু বোঝা যাচ্ছে না।

জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।