জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান ট্রাফিক মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জনসভায় তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান শামীম বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে নিতে হবে।
নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় ক্ষেপণ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়। ক্ষমতাসীন সবার জন্য শিক্ষণীয় বিষয়। দেশের ক্লান্তিলগ্নে দেশের মানুষের পাশে দাঁড়াতেন শহীদ জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির ভাই ভাই সুসম্পর্ক প্রতিষ্ঠাও করেছিলেন তিনি।
বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিংয়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের আহ্বায়ক লুসাই মং, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা সাহাদাত হোসেন জনি, রিটল বিশ্বাস, সেলিম রেজা, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।
নয়ন চক্রবর্তী/জেডএইচ/জেআইএম