শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দেহটা বাংলাদেশ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের সাবেক জেলা প্রশাসক আবদুর রহিম মোল্লা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে মানববন্ধন করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় লিখত বক্তব্যে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়নপ্রত্যাশী। আর এ কারণে আমার চাকরির সময় তৎকালীন আওয়ামী সরকার অত্যাচার করে গেছে। এমনকি আমাকে পদোন্নতি বঞ্চিত করে দীর্ঘকাল ওএসডি অবস্থায় মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। চাকরিতে থাকাকালীন হাওর এলাকায় শেলো মেশিন চুরির অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিল।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরও বিএনপিতে ঘাপটি মেরে থাকা আওয়ামী বাকশালীদের দোসররা কতিপয় বীর মুক্তিযোদ্ধাদের ভয়-ভীতি প্রদর্শন করে এবং ব্ল্যাকমেইল করে আমার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে। যা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাই ছিল মূল উদ্দেশ্য। আমি এই মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান ভূইয়া, যুদ্ধকালীন কমান্ডার সালাউদ্দিন আহমেদ, যুদ্ধকালীন কমান্ডার মাহবুবুল আলম, ইটনা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আল মামুন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/জেডএইচ/জিকেএস