সিলেট থেকে উদ্ধার আলোচিত মামলার ভিকটিম আল আমিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে ঢাকার একটি আদালতে পাঠানো হয়। এসময় তার বাবাকেও সঙ্গে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, সিলেট থেকে নিয়ে আসার পর ভিকটিম আল আমিনকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার। জবানবন্দি শেষে আদালতের দেখানো পথেই হাঁটবে বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে মামলার বাদীর খোঁজে মাঠে নেমেছে পুলিশ। জাগো নিউজের অনুসন্ধানে মিথ্যা নাটকটি প্রকাশ্যে আসলে মামলার বাদী ও আল আমিনের স্ত্রী কুলসুম গা ঢাকা দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আল আমিনের ১৬৪ ধারায় জবানবন্দি পর আদালত যে নির্দেশনা দিবেন সেভাবেই কাজ করা হবে।
এর আগে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ২৪ অক্টোবর ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ওই নারী। যা ৮ নভেম্বর আশুলিয়া থানায় লিপিবদ্ধ হয়।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জিকেএস